বার্সেলোনায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৩:৪২:২৫,অপরাহ্ন ৩০ মে ২০২৪বার্সেলোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কাতালোনিয়ার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৮ মে ২০২৪ইং বার্সেলোনার অভিজাত সনুটেল হলে কাতালোনিয়া বিএনপির এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুরুতেই কোরআন থেকে তিলাওয়াত করেন ফারহাদ মোহাম্মাদ বোরহান। তিলাওয়াত শেষে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজমান আলী ও সাংগঠনিক সম্পাদক মামুন রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় এ সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, প্রধান বক্তা সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, বিশেষ অতিথি সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল, বড়লেখা পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম, স্পেন বিএনপির সাবেক সহ সভাপতি হেমায়েত খান, আলিকান্তে বিএনপি’র আহ্বায়ক ইয়াসিন আলী, মালাগা বিএনপি নেতা হারুন ইসলাম ইমন উপস্থিত ছিলেন।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মনোয়ার পাশা, হারুন রসীদ, খালেদুর রহমান চৌধুরী, শিপলু আহমেদ নিয়াজী, এম লায়েবুর রহমান, ফয়সাল আহমেদ মোল্লা, ইফতেকার হোসেন কাসেম, আক্কাস মিয়া, এ আর লিটু, ফয়সল আহমেদ, রেদওয়ান হোসেন, হামিদ রুহেল, ফরহাদ মীর রাজন, কামরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন তুতিউর রহমান, আব্দুর রাজ্জাক লিটন, ফয়জুল ইসলাম মাসুক, আবু শাহেন, সাজ্জাদ সালু, সামসুল ইসলাম, রেনু মিয়া, আব্দুল বাসেত, জনি আহমেদ খান, সুমন আহমেদ পায়েল, রেজু আহমেদ, জাহির উদ্দিন সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি এবং সাধারণ সম্পাদক আজমান আলীর নিকট সদস্য ফরম হস্তান্তর করেন স্পেন বিএনপির নেতৃবৃন্দ এবং আগামী দশ দিনের মধ্যে ফরম পূরণ করে মাদ্রিদ প্রেরণের নির্দেশনা প্রদান করেন।