বিশ্বনাথ-ওসমানীনগর ও দেশবাসীকে মুকাব্বির খান এমপির শারদীয় শুভেচ্ছা
সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ১:৪৫:৩৮,অপরাহ্ন ০৬ অক্টোবর ২০১৯শারদীয় দূর্গাপূজায় বিশ্বনাথ-ওসমানীনগর ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, সিলেট-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।
অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। দুর্গাপূজা উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করি।