বইমেলায় ডাঃ ফারহানা মোবিনের নতুন বই ´সুস্থ থাকতে চাই´
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:১৪:৩১,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০২৩অমর একুশে বইমেলায় লেখক ও চিকিৎসক ফারহানা মোবিনের লেখা স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বই ´সুস্থ থাকতে চাই´ বিদ্যা প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান বাংলা একাডেমির ৩২৭, ৩২৮, ৩২৯ এবং ৩৩০ নং স্টলে। মূলত পরিচিত কিছু অসুখের বিষয়ে স্বাস্থ্য সচেতনতাবোধ তৈরির গুরুত্বপূর্ন বিষোয়গুলো এই বইটিতে স্থান পেয়েছে।
‘সুস্থ থাকতে চাই’ বইটি ছাড়াও লেখকের স্বাস্থ্য বিষয়ক শরীর স্বাস্থ ও পুষ্টি, সবার আগে স্বাস্থ্য এবং আসুন সুস্থ থাকি এ তিনটি বইও বিদ্যা প্রকাশনীতে পাওয়া যাবে।
চতুর্থ শ্রেণী থেকে লেখালেখি শুরুকরা লেখক ডাঃ ফারহানা মোবিন বর্তমানে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন নগরীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এবং স্কয়ার হসপিটালে। বারডেম হাসপাতাল থেকে ডায়াবেটিস এবং হার্ট ফাউন্ডেশন হসপিটাল থেকে হৃদ রোগের উপর সার্টিফিকেট কোর্স সম্পন্ন করে পাশাপাশি জেনারেল ফিজিশিয়ান হিসেবেও কাজ করছেন। অসহায় মানুষের ফ্রী চিকিৎসা, সমাজ সচেতনতা মূলক লেখা, টিভি চ্যানেলে অনুষ্ঠান এবং বহুবিধ সামাজিক কাজের জন্য অর্জন করেন বিজেম সম্মাননা এওয়ার্ড ২০১৯, উইবিডি সম্মাননা এওয়ার্ড ২০১৮, স্বাধীনতা সংসদ আলোকিত নারী সম্মাননা এওয়ার্ড ২০১৯।