স্পেনের শান্তাকলমায় বাংলাদেশীদের পিঠা উৎসব
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৪৬:০৪,অপরাহ্ন ৩১ মার্চ ২০২১স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করে কাতালোনিয়ার শান্তাকলমার বাংলাদেশী কমিউনিটি। ২৮শে মার্চ দুপুর থেকে শান্তাকলমার কাঞ্জাম পার্কে সকল স্থরের প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহনে মুখরিত হয়ে উঠে পিঠা উৎসব। উৎসবে স্থান পায় হরেক স্বাদের পিঠা পুলি।
আগত অতিথি সহ শিশু-কিশোরদের মধ্যে পিঠাগুলোও পরিবেশন করা হয়।
উৎসবের আয়োজক শান্তাকলমা বাংলাদেশি কমিউনিটি নেতা নাজমুল আলম শফিক, শফিকুল ইসলাম স্বপন, মো.মোশাররফ হোসেন বেপারী, মোকলেসুর রহমান নাসিম, মো.নিরু, মো.মোশাররফ হোসেন, কাজী আমির হোসেন আমু প্রমূখ আগত অতিথি ও অংশগ্রহণকারী কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ভবিষ্যতে এ উৎসবের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বার্সেলোনা এবং শান্তাকলমার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রায় অর্ধশতাধিক বিভিন্ন স্বাদের দেশীয় ঐতিহ্যবাহী পিঠার স্বাদ এবং মানের উপর ভিত্তি করে পিঠা তৈরিকারীকে পুরস্কৃত করা হয়। এছাড়া শিশু কিশোরদের বয়সভিত্তিক বিভিন্ন ধরনের চিত্রাংকন ও খেলাধুলা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কারও তুলে দেন অতিথিবৃন্দ।