ব্রিটিশ পর্যটকদের পর্তুগালে বাধাহীন ভ্রমণের সুযোগ আসছে
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২৮:৪৯,অপরাহ্ন ০৭ মে ২০২১বর্তমানে জরুরী প্রয়োজন ব্যতীত যুক্তরাজ্যে বসবাসকারী বা নাগরিকগণ পর্তুগাল ভ্রমণ করতে পারছেন না অথবা ভ্রমণ করলেও দেশে ফেরার পর দশ দিন কোরেন্টন থাকতে হচ্ছে । সাথে সাথে গুনত হচ্ছে বাড়তি করোনা পরীক্ষার কিট এর অর্থ ও অনাকাঙ্ক্ষিত জরিমানার আশঙ্কা তাছাড়া উভয় ভ্রমণে পিসিআর টেস্ট তো থাকছেই। তবে উক্ত গ্রিন জোন এর আওতায় পড়া দেশগুলো ভ্রমণে কোরেন্টিন থাকার প্রয়োজন হবে না এবং করোন কিট ও পিসিআর টেস্ট স্বল্পমূল্যে বা নিখরচায় হওয়ার সম্ভাবনা রয়েছে।
পত্রিকাটি জানিয়েছে যুক্তরাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তঃপরিবহন প্রধান শেষ মুহূর্তে এসে পর্তুগালের বিষয়ে সন্তোষ প্রকাশ করে নিরাপদ গন্তব্য হিসেবে চিহ্নিত করেছেন।
উল্লেখ্য যে প্রতিবছর প্রায় ২৫ লাখ ব্রিটিশ পর্যটক পর্তুগাল ভ্রমণ করেন এছাড়া পর্তুগালের পর্যটন শহর আলগারভে অনেক ব্রিটিশ নাগরিকের সেকেন্ড হোম রয়েছে তারা গ্রীষ্ম মৌসুমে পুরোটা সময় এখানেই অতিবাহিত করেন। বলার অপেক্ষা রাখে না এই বিপুল পরিমান ব্রিটিশ পর্যটক পর্তুগালের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ অপরদিকে যুক্তরাজ্যে অনেক পর্তুগীজ নাগরিকদের বসবাস তারাও গ্রীষ্মের ছুটিতে পর্তুগাল পরিবারের সাথে অবকাশ যাপন করতে আসেন।