শীতলক্ষ্যা নদী থেকে ৭ লাশ উদ্ধার
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৫৪:১১,অপরাহ্ন ২১ মার্চ ২০২২
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে এর আগে ছয়জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ২১ মার্চ আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ২১ মার্চ সোমবার সকাল সোয়া ১০টার দিকে নদীর সৈয়দপুর আল আমিন নগর কয়লাঘাট এলাকা থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত নারী ও শিশুসহ সাতজনের লাশ উদ্ধার করা।
এদিকে এখনও কয়েকজন পরিবার তাদের নিখোঁজ স্বজনের খোঁজে নদীর পারে অপেক্ষা করছেন। ইতোমধ্যে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় উদ্ধারকৃত ছয়জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছেন নৌপুলিশ। এর আগে সোমবার ভোর সোয়া ৫টার দিকে মাঝনদী থেকে ‘এমএল আফসার উদ্দিন’ নামে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটি টেনে পাড়ে আনেন বিআইডব্লিউটির উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তবে ফায়ার সার্ভিস, নৌপুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর উদ্ধারকারীরা লঞ্চটির ভেতরে তারা এসময় তল্লাশি চালান। তারা জানান লঞ্চের ভেতরে কোনো লাশ নেই।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে নদীর সৈয়দপুর আল আমিন নগর কয়লাঘাট এলাকা থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে সাতটি লাশ উদ্ধার করা হলো।
তারা হলেন, মুন্সীগঞ্জ সদরের উত্তর ইসলামপুরের ব্যবসায়ী জয়নাল ভূঁইয়া (৫৫),মুন্সীগঞ্জ সদরের স্মৃতি (২০),মুন্সীগঞ্জের সদরের আরিফা আক্তার (৩৫), তার ছেলে সাফায়েত (১৫ মাস), পটুয়াখালীর মির্জাগঞ্জের সালমা বেগম (৪০), তার মেয়ে ফাতেমা (৭)।