বার্সেলোনায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বার্সেলোনা প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:১৪,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০২৩স্পেনে মজলিসু দাওয়াতুল হক বার্সেলোনার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল।
৩রা এপ্রিল, সোমবার দারুল আমাল জামে মসজিদে অনুষ্ঠিত হয় এ মাহফিল। মাওলানা শিব্বির আহমদের সভাপত্বিতে এবং মাওলানা মুহাম্মদ বদরুল হকের পরিচালনায় তেলাওয়াতে কালাম পেশ করেন খলিলুর রহমান সুহেল।
ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথি খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ বয়ান পেশ করেন। এ সময় তিনি উল্লেখ করে বলেন, রোজা হচ্ছে এমন একটি জিনিস যা ঈমানদার বান্দার মধ্যে তাকওয়া বা খোদাভীতি সৃষ্টি করে আর এ খোদাভীতি বা তাকওয়াই রোজাদারদের বেহেশতের জন্য নির্বাচিত ও নির্ধারিত করে দেয়।
এ চাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আমাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইলিয়াছ আহমদ, তারেক বিন জিহাদ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কাদির আল মাহদি, আলেমে দ্বীন মাওলানা শরফ উদ্দিন আজাদ, মাওলানা আব্দুল মজীদ , মাওলানা আলিম উদ্দিন সহ স্থানীয় প্রবাসী মুসল্লিগণ।