বন্ধুসুলভ বাংলাদেশ মহিলা সংগঠনের কমিটি ঘোষণা
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ১০:০১:৪৯,অপরাহ্ন ১২ মে ২০২৩বার্সেলোনায় বন্ধুসুলভ বাংলাদেশ মহিলা সংগঠনের কার্যকরি কমিটি গঠিত হয়েছে। ১০ই মে, বুধবার বার্সেলোনার স্থানীয় একটি রেষ্টুরেন্টে কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন নাজমা জামাল এবং পরিচালনা করেন খাদিজা আক্তার মনিকা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব নজরুল ইসলাম চৌধুরী, আলাউদ্দিন হক, শফিক খান প্রমুখ।
নবগঠিত কার্যকরি কমিটিতে শিউলি আক্তার কে সভাপতি, জান্নাতুল ফেরদৌস নিগার কে সাধারণ সম্পাদক এবং হিরা জামান কে সাংগঠনিক সম্পাদক করে মোট ৪৭ সদস্য কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে অন্যান্য হলেন সিনিয়র সহ সভাপতি খাদিজা আক্তার মনিকা, সহ সভাপতি সাগর কাকলী, সহ-সভাপতি জাকিয়া আক্তার, সোনিয়া পারভীন, সোনিয়া আক্তার, আফরোজা বেগম শিউলী, সহ-সাধারণ সম্পাদক সুমাইয়া জেরীন দিবা, লাবিবা আক্তার, হালিমা হাকিমা, দপ্তর সম্পাদক সাউদা আক্তার মুন্নি, সহ দপ্তর সম্পাদক তানিয়া আজাদ, প্রচার সম্পাদক শাম্মা পারভেজ, সাংস্কৃতিক সম্পাদক ফারহানা শিমুল, সহ সাংস্কৃতিক সম্পাদক শাহিনা মুন্নী, ধর্ম বিষয়ক সম্পাদক শারমীন আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক খায়রন নেছা, সহ অর্থ সম্পাদক কনিকা দাস মোদাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রাবন্তী মিতু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তানজীনা নিপা,সমাজকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নুপুর, ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস অমি, কার্যকরি সদস্য তাসলিমা আক্তার, তান্নি আলম, মরিয়ম মনি, নাসরিন বেগম, শান্তা জামান, জাকিয়া আক্তার, খাদিজা খাতুন, সুমাইয়া আক্তার, রিফা আক্তার, রিংকু আক্তার, স্মৃতি আক্তার, শ্রাবন্তী বেগম, হেলেনা আক্তার, মর্জিনা বেগম, দিয়া ঘোষ।
এছাড়াও নাজমা জামাল কে সংগঠনের প্রধান উপদেষ্ঠা করে উপদেষ্টা মন্ডলির সন্মানিত সদস্য হিসেবে পারভীন বেগম, তাহামিনা আক্তার কেয়া, নাজমা খাতুন, তানিয়া আক্তার, চুনকি এনায়েত, ময়না আক্তারের নাম ঘোষনা করা হয়।
নবগঠিত কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।