স্পেনে স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ১১:১৯:০৭,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০২৩বার্সেলোনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণ শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দলটির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায়।
সেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহ্বায়ক আক্কাস মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয় সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি এবং বিশেষ অতিথি কাতালোনিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপি নেতা শিপলু আহমেদ নিয়াজী, যুবনেতা ফয়সাল আহমেদ, শান্তাকলমা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদ সালু, মঞ্জু আহমেদ, পারভেজ আহমেদ, শাহীন আহমেদ, ফজলু আহমেদ, শিপলু আহমদ, আবেল আহমদ সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শফি বলেন, বিএনপি জনগণের দল। এই দলকে নির্মূল বা পরাজিত করা যাবে না, প্রতিবারই বিভিন্ন বাধা উপেক্ষা প্রতিকূল অবস্থার মধ্য ঘুরে দাঁড়িয়েছি আমরা। তারেক জিয়ার নেতৃত্বে আমরা অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হবো এবং স্বেচ্ছাসেবক দলের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আমাদের শপথ।
এ সময় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সভাপতি পদমর্যাদা সম্পন্ন আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহীন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আসলাম ফকির লিটন।
শেষে, কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়।