বার্সেলোনায় কোটা বিরোধী আন্দোলন
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ২:৩৩:০৫,অপরাহ্ন ২৩ জুলাই ২০২৪সারাদেশ সরকারি চাকুরীতে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উত্থাল। দেশ ছাড়িয়ে কোটা বিরোধী আন্দোলনের আঁচ লেগেছে প্রবাসেও।
স্পেনের বার্সেলোনায় সাবেক ছাত্র-ছাত্রীরাও তাদের ব্যানারে আয়োজন করে এ বিক্ষোভ সমাবেশ।
তাদের উদ্যোগে রবিবার বিকেলে বার্সেলোনার ইউনিভার্সিটি চত্বরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রী, সাধারণ প্রবাসীসহ একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা কয়েকটি সারিতে সারিবদ্ধভাবে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। সহস্রাধিক সমবেতরা ফেস্টুনে, ব্যানার নিয়ে শ্লোগানে শ্লোগানে কোটা আন্দোলনে নিহত ছাত্রদের হত্যার প্রতিবাদ করতে থাকেন। তারা “কোটা দিয়ে করব কি, আমার ভাই ফিরবে কি? তোর কোটা তুই নেয়, শহীদ ভাইদের ফিরিয়ে দেয়!” সহ বেশকিছু কোটা বিরোধী শ্লোগান দিতে থাকেন।
মূলত বাংলাদেশের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে এ আন্দোলন, দাবী করেন আয়োজক নেতৃবৃন্দ।
বার্সেলোনার এ আন্দোলনে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন এবিএম মাজহারুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশে নিসংশভাবে ছাত্র হত্যার বিষয়টি আমাকে খুবই ব্যথিত করে তাই কিছু ভাইদের সহযোগীতা নিয়ে প্রশাসনিক অনুমতি সাপেক্ষে আন্দোলনের পুরো প্রস্তুতি গ্রহন করি”।
অপর সহযোগী সমন্বয়ক হামিদ রুহেল বলেন, “এ আন্দোলনে সাধারণ প্রবাসীরা অংশগ্রহন করে মিছিলে মিছিলে তাদের মনের ক্ষোভ প্রকাশ করে ছাত্রদের সমসাময়িক দাবীর সাথে একত্বতা প্রকাশ করেন”।
এসময় সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব ও মেহেদি হাসান হত্যার নিন্দাও জানানো হয়।