গ্লোবাল জালালাবাদ এ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা সম্পন্ন
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৯:১১:৩৭,অপরাহ্ন ০৪ আগস্ট ২০২৪স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন গ্লোবাল জালালাবাদ এ্যাসোসিয়েশন স্পেনের নেতৃবৃন্দ।
আয়োজিত সভায় কেন্দ্র ঘোষিত গ্লোবাল জালালাবাদ এ্যাসোসিয়েশনের নবগঠিত আংশিক কমিটি তাদের পূর্নাজ্ঞ কমিটি গঠন প্রক্রিয়া এবং অভিষেক অনুষ্ঠান আয়োজনে প্রেসক্লাবের কাছে পরামর্শ সহযোগীতা কামনা করেন।
শনিবার (৩রা আগষ্ট) বার্সেলোনার কাছা বাংলা রেস্তোরাঁয় আয়োজিত সভায় গ্লোবাল জালালাবাদ এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি আমিন আলী রফিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাব্বির, সদস্য শিপলু আহমেদ নিয়াজী, জসীম উদ্দিন প্রমূখ।
এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের সাথে তাদের আলোচনায় উল্লেখ করেন, এ্যাসোসিয়েশনটি প্রবাসে বাংলাদেশী কমিউনিটি উন্নয়নের পাশাপাশি দেশীয় উন্নয়নে ভূমিকা রাখতে সচেষ্ট থাকবে।
এ সময় স্পেন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন সভাপতি আফাজ জনি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সহ-কোষাধ্যক্ষ লায়েবুর রহমান, সাংগঠনিক সম্পাদক (বার্সেলোনা) ছালাহ উদ্দিন, গণমাধ্যম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ মুবিন খান, কার্যনির্বাহি সদস্য সাহাদুল সুহেদ, তুতিউর রহমান।