ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৫১:৪৬,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০২৪ইউরোপের মিডিয়াকর্মীদের রেজিস্ট্রিকৃত সংগঠন ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।
ভার্চুয়াল সভায় ১৭ই অক্টোবর এ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ আংশিক কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে ১৫ দিনের মধ্যে পূর্নাজ্ঞ কমিটি গঠনের পরামর্শ প্রদান করা হয়।
সভায় চ্যানেল আই জার্মান প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল কে সভাপতি, যমুনা টেলিভিশন ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার ইতালি প্রতিনিধি এসকে এমডি জাকির হোসেন সুমন কে সাধারণ সম্পাদক এবং ইউরো বাংলা টাইমস এর প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রহমান (অস্ট্রিয়া) কে প্রধান উপদেষ্টা করে আংশিক এ কমিটি ঘোষনা করা হয়।
প্রবীন সাংবাদিক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও জহিরুল ইসলাম (গ্রীস) এর সঞ্চালনায় ভার্চুয়াল এ সভায় অন্যানের মধ্য উপস্থিত ছিলেন প্রবাস বিডি নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ রিয়াজ (ইতালি), দৈনিক কালের কন্ঠ পত্রিকার ইতালি প্রতিনিধি এসকে এমডি জাকির হোসেন সুমন, বাংলা ভিশনের ইতালি প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ সোহেল, আইঅন টেলিভিশন ইতালির বিশেষ প্রতিনিধি নাজনীন আখতার, মাইগ্রেশান বাংলা টেলিভিশন ইতালির ফাহিম আহমেদ মুন্না, রাজধানী টেলিভিশন ইতালির এমডি শরিফুল ইসলাম টগর, অস্ট্রিয়ার জিয়াউর রহমান খান সোহেল, স্বদেশ বিদেশ ইটালি ব্যুরো প্রধান ও চ্যানেল ইউরোপ এর মনফালকনে প্রতিনিধি কামরুজ্জামান ভূইয়া ডালিম, এস এ টেলিভিশন গ্রিসের মোহাম্মদ তাহির হোসেন, যমুনা টেলিভিশন পর্তুগাল প্রতিনিধি জহিরুল ইসলাম মুন, দৈনিক কালবেলা ইতালি প্রতিনিধি ইসমাইল হোসেন স্বপন, এনটিভি ভিসেন্সা প্রতিনিধি খন্দকার মেহেনেজ পরমা, বিডি নিউজ ইউরোপ গ্রীসের নজরুল ইসলাম বিপ্লব, টিভি ওয়ান ইউকের অস্ট্রিয়া প্রতিনিধি কবীর আহমেদ প্রমুখ।
