মঙ্গলবার বার্সেলোনায় ফুটবল টূর্নামেন্টের চূড়ান্ত পর্ব
বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ১২:২১:১১,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০২৪স্পেনের বার্সেলোনায় আগামী ২৬শে নভেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হবে ভয়েস অব বার্সেলোনার আয়োজনে ফুটবল টূর্নামেন্ট সিজন-১ এর চূড়ান্ত পর্ব।
দুপুর ১২টায় প্রথম সেমিফাইনালে অংশ নেবে ছাতক বিসিএন বনাম গ্রীন সিলেট এবং দুপুর ১২.৩০টায় দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেবে বিসিএন চ্যালেঞ্জার বনাম ব্রাদার্স ইউনাইটেড।
সেমিফাইনালে বিজয়ী দুই দল দুপুর ২.৩০ মিনিটে চূড়ান্ত পর্ব অর্থাৎ ফাইনাল ম্যাচ পরস্পরের প্রতিবন্ধিতা করবে।
খেলাগুলো উপভোগ এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক সংগঠনের সভাপতি ফয়সল আহমেদ।
ভ্যানুর ঠিকানা-Campo de fútbol La Báscula