ইউথ গ্লোবাল ফাউন্ডেশন স্পেনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৩৪:৪৭,অপরাহ্ন ০৫ মার্চ ২০২৫৪ মার্চ বার্সেলোনার স্থানীয় একটি রেস্তোরাঁয় ইউথ গ্লোবাল ফাউন্ডেশন স্পেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র রমজানের মাহাত্ম্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউথ গ্লোবাল ফাউন্ডেশন স্পেনের সভাপতি খাদিজা আক্তার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহ-সভাপতি মইনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হানিফ শরীফ, শামিম হাওলাদার, মেহতাব হক জানু, মোহামেদ কামরুল, সোহেল গাজী, ফয়সাল মোল্লা, জাফার হোসেন, বাবুল খান, আবু জাফর মাসুদ হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ, প্রবাসীদের শান্তি ও সংগঠনের অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা প্রবাসে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার ওপর জোর দেন।
অতিথিরা ইউথ গ্লোবাল ফাউন্ডেশন স্পেনের এই আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
