সিলেট থেকে ইউরোপগামী কার্গো ফ্লাইটের যাত্রা শুরু
সিলেট প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:০৪:২০,অপরাহ্ন ২৭ এপ্রিল ২০২৫দীর্ঘ প্রতীক্ষার পর সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো ইউরোপের উদ্দেশে বিমানের কার্গো ফ্লাইট ছেড়ে গেছে। রবিবার (২৭ এপ্রিল) রাতে আনুষ্ঠানিকভাবে ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে ফ্লাইটটি স্পেনের উদ্দেশে রওনা দেয়।
কার্গো ফ্লাইটের উদ্বোধন করেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, এ উদ্যোগ সিলেটসহ দেশের ব্যবসায়িক খরচ কমাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দ্বার খুলবে।
বিশেষ অতিথি হিসেবে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, সিলেটবাসীর বহুদিনের স্বপ্ন আজ বাস্তবায়িত হলো। এসময় তিনি বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে অনিয়ম চিহ্নিত করায় বিমানের উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, আপাতত সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট পরিচালিত হবে, ভবিষ্যতে তা বাড়ানো হবে।
প্রথম দিন ঢাকার তিনটি কোম্পানি তাদের পণ্য রপ্তানি করে। এর আগে কার্গো কমপ্লেক্স, নিরাপত্তা যন্ত্রপাতি ও জনবল প্রস্তুত করা হয়।
সিলেটের ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, এই ফ্লাইটের মাধ্যমে রপ্তানি ও ভবিষ্যতে আমদানিরও নতুন সুযোগ তৈরি হবে।






