বার্সেলোনার রাভাল চত্বরে বাংলার মেলা ১৩ই জুলাই

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫২:০৫,অপরাহ্ন ০৫ জুলাই ২০২৫বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে আবারও বার্সেলোনায় আয়োজিত হতে যাচ্ছে “বাংলার মেলা”। প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজনে থাকছে গান, নাচ, দেশীয় খাবার এবং আনন্দময় বৈচিত্র্যের নানা আয়োজন।
অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার আয়োজনে এবং সিটি কাউন্সিলের সহযোগিতায় বরাবরের মতো এ বছরও অনুষ্ঠিত হবে “বাংলার মেলা ‘২৫”।
১৩ই জুলাই ‘২৫ইং আয়োজিত হতে যাওয়া মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে আয়োজক সংগঠন উমানিতারিয়া দে বাংলাদেশ। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাহাদুল সুহেদ, ছালাহ উদ্দিন, সাদিয়ান আহমেদ সাদিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় আয়োজকরা জানান, এবারের মেলা রবিবার অনুষ্ঠিত হওয়ায় পূর্বের মতো গভীর রাত পর্যন্ত চলবে না, রাত ১১টার মধ্যেই আয়োজন সমাপ্ত হবে। তবে অনুষ্ঠান থাকবে উৎসবমুখর ও বৈচিত্র্যময়। মেলায় স্থানীয় শিল্পীদের পাশাপাশি ক্লোজআপ ওয়ানের লিজা সহ একঝাঁক বাংলাদেশি শিল্পী অংশগ্রহণ করবেন এ আয়োজনে। থাকবে ১০টি দেশীয় খাবারের স্টল, যা প্রবাসে বাংলা স্বাদের অনুভূতি এনে দেবে।
নিরাপত্তা প্রসঙ্গে আয়োজকরা জানান, মেলার ভেন্যু রাভাল চত্বর হওয়ায় এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সুষ্ঠু ও নিরাপদ মেলা আয়োজনের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুক্রবার, ৪ঠা জুলাই স্থানীয় মধুর ক্যান্টিনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে দু’পর্বের অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল মোল্লা ও সিনিয়র সহ-সভাপতি শফিক খান। এ সময় আয়োজক সংগঠনের সদস্য, উপদেষ্টা পরিষদসহ কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
