শুক্রবার বার্সেলোনায় ‘বাংলাদেশি উৎসব’

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪৯:২৩,অপরাহ্ন ১০ জুলাই ২০২৫আগামী ১১ জুলাই, শুক্রবার বার্সেলোনায় ‘বাংলাদেশি উৎসব অনুষ্ঠিত হবে। ‘বাংলাদেশ কমিউনিটি বার্সেলোনা’ এর ব্যানারে ফিয়েস্তা মাইওর উপলক্ষে আয়োজিত এ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু কিশোরদের যেমন খুশি তেমন সাজো, বড়দের জন্য চেয়ার সিটিং প্রতিযোগিতা ও পুরস্কার থাকবে। উৎসবে থাকবে বেশ কয়েকটি দেশীয় খাবারের স্টল।
বার্সেলোনার প্লাসা ব্লাংকের্নায় (সেগুরিদাদ সোসিয়াল অফিসের পাশে) এই উৎসব অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই আয়োজন শুরু হবে স্থানীয় সময় বিকেল ৩টায় এবং চলবে রাত ১১টা পর্যন্ত।
এ উৎসবে কাতালোনিয়া জোট সরকারের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী পেরে আরাগন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি স্থানীয় সিটি কর্পোরেশন ও স্পেনে মূল ধারার রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
আয়োজক সংগঠনের সালেহ আহমদ সোহাগ জানান, ফিয়েস্তা মায়োর মূলত বিভিন্ন দেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরার উৎসব। এ উৎসবে আমরা বাংলাদেশের সংস্কৃতিকে ভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে তুলে ধরবো। এ অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে আগত সঙ্গীত শিল্পী গান পরিবেশন করবেন।
তিনি শিশু কিশোরদের ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় (বিকাল ৩টা) নিজেদের সন্তানদের নিয়ে আসার জন্য অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার এ আয়োজনে বাংলাদেশি কমিউনিটির সবাইকে উপস্থিত থাকার জন্য তিনি অনুরোধ জানান।
