মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থার বনভোজন সম্পন্ন

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৫৪:৩৬,অপরাহ্ন ২৬ আগস্ট ২০২৫মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা স্পেনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন। স্পেনের এম্পুরিয়াব্রাভায় ২৫ আগস্ট, সোমবার দিনব্যাপী এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ছিল আনন্দ-উচ্ছ্বাস ও মিলনমেলার পরিবেশ।
অনুষ্ঠানটি সংগঠনের সভাপতি নুরুজ্জামান আলী ও সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আকবর হোসেন, ইকবাল বকসী, ময়নুল ইসলাম ও মোহাম্মদ কামরুল। এছাড়া সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, প্রচার সম্পাদক ইমন আহমদ, সহ-প্রচার সম্পাদক আবেল আহমেদ, সহ-দপ্তর সম্পাদক রাজু আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন উদ্দিন, অলি আহমেদ, এবাদ ছায়ি, খালেদ আহমেদ, মোহাম্মদ ছামি, সুহেল আহমেদ ও মুফিজ সহ মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশি।
