বার্সেলোনায় প্রবাসীদের ফ্যামেলী গেট টুগেদার সম্পন্ন

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:১০:৪৮,অপরাহ্ন ২৭ আগস্ট ২০২৫বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট বার্সেলোনার উদ্যোগে স্থানীয় বাংলা স্পাইসে ফ্যামেলী গেট টুগেদার সম্পন্ন হয়েছে। ২৬শে আগস্ট, মঙ্গলবারের এ আয়োজনে ট্রাষ্টের প্রায় প্রত্যেক সদস্যই পরিবার পরিজন নিয়ে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি ট্রাস্টের সভাপতি আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুল রহমান আইনুল, আলি হোসেন মুরাদ, আবির হোসেন জামিল, রাজু আহমেদ, আব্দুল জব্বার খসরু, সাব্বির আহমদ, দেলওয়ার হোসেন দিলু, সাদিকুল ইসলাম সোহেল, খালেদ ইসলাম, আনোয়ার হোসেন, নাজমুল হোসেন, দিলাল উদ্দিন, কাজী হুমায়ুন, নিয়ামুল ইসলাম, মতিউর রহমান, আলী হোসেন, কামরুল ইসলাম কাসেম, আবুল খায়ের আবু, আফছার হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ অতিথি ও সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন অটুট রেখে অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও ট্রাস্টকে সঠিকভাবে পরিচালনার আশ্বাস দেন।
