নিউইয়র্কে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:২১:৫১,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০২৫বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে গত ১ সেপ্টেম্বর স্থানীয় একটি হলে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক নেতা এম এ বাতিন এবং সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি।
আয়োজিত সভায় বক্তারা বলেন, বিএনপির শক্তি জনগণ। প্রবাস থেকেও দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে ভূমিকা রাখতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশকে স্বৈরশাসন থেকে মুক্ত করতে হবে। যুবদল, ছাত্রদলের ত্যাগ ও পরিশ্রম বিএনপির অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। এ ঐক্য বজায় থাকলেই দল আরও শক্তিশালী হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সভাপতি গিয়াস উদ্দিন।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বাবর উদ্দীন, সৈয়দ মুরাদ রেজা, বাসেত রহমান, জাহাঙ্গীর সোরওয়ার্দী, সোহরাব হোসেন, বিলাল চৌধুরী, জাকারিয়া অপু, মেহরাব রাজা, ফারহান, অয়েস আহমেদ, সুমন খাঁ, সামিম আহমেদ, এম এ মজিদ, তারেক, আব্দুল মান্নান, সাদিক, সিপন, ফারুক মজুমদার, সোলায়মান, লিসান চৌধুরী ও রাজ খান। বিএনপি, জাসাস, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরাও এতে যোগ দেন।
