বার্সেলোনায় ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ৩য় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:০৩:৪৩,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০২৫আগামী ১৯ অক্টোবর স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব। উৎসবকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। আয়োজক গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন, স্পেন এর পক্ষ থেকে ইতিমধ্যে নানা আয়োজন চূড়ান্ত করা হয়েছে।
উৎসবের প্রস্তুতি নিয়ে গত রবিবার বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজক নেতৃবৃন্দ জানান, এবারের উৎসব তিনটি পর্বে অনুষ্ঠিত হবে, প্রথম পর্বে স্থানীয় প্রবাসী কমিউনিটির পরিচিতি ও আলোচনা সভা, দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আলোচনা অনুষ্ঠান, আর সবশেষে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব, যেখানে দেশীয় শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করবেন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আকবর হোসেন, আব্দুল জব্বার খসরু, লালন আহমদ, জসীম উদ্দিন, আতিকুর রহমান, শাহ এনাম, আক্তার হোসেন, আব্দুল জাব্বার, শুক্কুর আহমদ সেলিম, আইন উদ্দীন, নজরুল ইসলাম, শিপলু আহমেদ নিয়াজী, এইচ এম রায়হান আহমদ, আফতাব নজরুল ইসলাম, জয়দীপ রায়, আয়নুল হক, মো. মুজিবুল ইসলাম জুমন, মো. মাহফুজুর রহমান, রেদওয়ান হোসেন, নজরুল হক অপি প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন, স্পেনের সভাপতি আমীন আলী রফিক এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাব্বির রহমান।
নেতৃবৃন্দ জানান, প্রবাসী বাংলাদেশি বিশেষ করে সিলেট প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন জোরদার করতে এই উৎসব আয়োজন করা হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এবারের জালালাবাদ উৎসব হবে প্রবাসী কমিউনিটির এক অনন্য মিলনমেলা।
