স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন, শান্তাকলমার অভিষেক অনুষ্ঠিত
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:১৭:৩৫,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০২৫স্পেনের শান্তাকলমায় প্রবাসী সিলেটবাসীদের সংগঠন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন, শান্তাকলমার অভিষেক অনুষ্ঠান গত ৩রা নভেম্বর (সোমবার) স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আহমেদ আমিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাজ্জাদ সালু, ফেরদৌস আহমেদ লস্কর এবং আবু তাহের অপু।
অনুষ্ঠানে ঘোষিত নতুন কমিটিতে জাহিদুল ইসলাম পারভেজ সভাপতি, মো. সাজ্জাদ সালু সাধারণ সম্পাদক এবং এম. ডি. মুরাদুল ইসলাম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। পরে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের উপস্থিতদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিউল আলম শফি, আজমান আলী, নজরুল ইসলাম, আব্দুল মজিদ, তুতিউর রহমান, মামুন রহমান, খোরশেদ আলম বাদল, সুমন মোল্লা, মোশারফ বেপারী, বক্তিয়ার রহমান, আসাদুজ্জামানসহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে শান্তাকলমায় প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণের আহ্বান জানান এবং সংগঠনের মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধান ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির সভাপতি জাহিদুল ইসলাম পারভেজ এবং সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ সালু অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।







