কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন কাতালোনিয়ার কমিটি ঘোষনা
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:২১:৪১,অপরাহ্ন ১৩ নভেম্বর ২০২৫স্পেনের বার্সেলোনায় প্রবাসী কুলাউড়াবাসীদের ঐক্যের সংগঠন ‘কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন কাতালোনিয়া’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫–২০২৭ মেয়াদের জন্য সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (১২ নভেম্বর) বার্সেলোনার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও প্রধান আহ্বায়ক নজরুল ইসলাম এবং পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি শিপলু আহমদ নিয়াজী।
আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ— নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম রাসেল খান, আবু কাসেম স্বপন, আব্দুল কাদির, শিপলু আহমদ নিয়াজী, আব্দুল আহাদ, সাহাদুল সুহেদ, মুক্তাদির রহমান মুক্তি ও আফাজ জনি— এর সিদ্ধান্ত ও সমন্বয়ে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
ঘোষিত আংশিক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি তুতিউর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাসেল খান, কোষাধ্যক্ষ রেজাউর রহমান রাজা এবং সাংগঠনিক সভাপতি মো. আবুল কালাম।
সভায় বক্তারা বলেন, প্রবাসে কুলাউড়াবাসীদের কল্যাণে সংগঠনটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ঐক্য ও সহযোগিতার ধারা আরও সুদৃঢ় করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন কাওসার হাসান, সাহাদুল সুহেদ, আফাজ জনি, আব্দুল আহাদ, মুক্তাদির রহমান মুক্তি, আবু কাসেম স্বপন, আবুল কালাম আজাদ, রাসেল আহমদ, জাহেদুর রহমান, ফয়জুর রহমান, জাকারিয়া উদ্দিন, রাসেল খান, মো. আশরাফ আলী ও সুমন তালুকদার প্রমুখ।
সভা শেষে জানানো হয়, আগামী এক মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। জানুয়ারির প্রথম দিকে কমিটির অভিষেক ও সংগঠনের যুগপূর্তি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও গৃহীত হয়।






