বিজনেস অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়া’র জরুরি সভা, ভেরিফাক্তু নিয়ে প্রস্তুতি
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০৯:৪৫,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০২৫স্পেনে ব্যবসায়ীদের জন্য নতুন কর ও হিসাব ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়নকে কেন্দ্র করে বার্সেলোনায় জরুরি সভা আয়োজন করে বাংলাদেশি ব্যবসায়ী সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়া। স্পেনের রাজস্ব কর্তৃপক্ষ আখেন্সিয়া ত্রিবুতারিয়া’র চালু করা ইলেকট্রনিক চালান যাচাই ব্যবস্থা ভেরিফাক্তু নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
রোববার অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিপলু আহমদ নিয়াজী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
সভায় জানানো হয়, ভেরিফাক্তু ব্যবস্থায় চালান ইস্যু করার সঙ্গে সঙ্গে তথ্য স্বয়ংক্রিয়ভাবে কর দপ্তরে পাঠাতে হবে। প্রতিটি চালানে কিউআর কোড, প্রযুক্তিগত নিরাপত্তা এবং ভেরিফিকেশন কোড যুক্ত করা বাধ্যতামূলক হবে। ব্যবসায়ীদের মতে, এই পরিবর্তনের ফলে ফ্যাক্টুরিং সফটওয়্যার আপডেট করতে হবে এবং প্রযুক্তিগত সহায়তা লাগবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক ছয় সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়, যারা ভেরিফাক্তু বিষয়ে তথ্য সংগ্রহ ও দিকনির্দেশনা প্রস্তুত করে ব্যবসায়ীদের সামনে উপস্থাপন করবে।
সভায় উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, উপদেষ্টা আফতাব নজরুল ইসলাম, আফাজ জনি, আমিন আলী রফিক, জাহাঙ্গীর আলম, আব্দুল ওয়াহীদ মাজীদ (হেলাল), নজরুল ইসলাম, এলাইচ মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান আকবর, সহসভাপতি নেছার উদ্দিন, ইকবাল বকসী, খোকন উদ্দিন, নজরুল ইসলাম আবির, আব্দুল মুক্তাদির মুক্তি, নুরুল আমিন, ফখর উদ্দিন মিনহার, আজির উদ্দিন সুহেল, আব্দুল মোমিন, আব্দুল মালিক, সহ সাধারণ সম্পাদক আব্দুল রহমান সাব্বির, আনোয়ার হোসেন, জুবায়ের আহমদ, রেজাউল করিম শহিদ, হেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম অপি, ক্রীড়া সম্পাদক আশরাফ হোসেন মামুন, সদস্য তুতিউর রহমান, নিজাম আহমদ, রুহেল আহমদ, আবুল কালাম আজাদ (বাদল), মোহাম্মদ দিপু, ইমরান হোসেন, রুহেল আহমদ, আতিকুর রহমান প্রমুখ।
সভা শেষে নবগঠিত গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন ও কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।







