বার্সেলোনায় বহু ভাষায় ‘মুহাম্মাদী কায়দা ও দোয়া’ বইয়ের প্রকাশনা
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ১:৩৫:২১,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০২৫বার্সেলোনায় বাংলা, ইংরেজি, স্প্যানিশ ও আরবি- চার ভাষায় প্রকাশিত মুহাম্মাদী কায়দা ও দোয়া বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় লতিফিয়া ফুলতলী জামে মসজিদে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম। যৌথভাবে সঞ্চালনা করেন হাফিজ আব্দুল বাসিত জবলু ও খোকন উদ্দিন।
কায়দাটির প্রকাশক মুফতি আব্দুল জলিল ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্সেলোনার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠক এবং প্রবাসী ধর্মপ্রাণ মুসল্লিরা।
বক্তারা বলেন, সহজ ও সাবলীল ভাষায় রচিত এই কায়দা বইটি মুসলিম শিশুদের প্রাথমিক ইসলামি শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চারটি ভাষায় প্রকাশিত হওয়ায় শিশুরা যেমন সহজে শিক্ষা নিতে পারবে, তেমনি অভিভাবকেরাও সন্তানদের শিক্ষা দিতে আরও আত্মবিশ্বাসী হবেন।
অনুষ্ঠানে প্রকাশকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, প্রবাসে নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এসময় প্রকাশক মুফতি আব্দুল জলিল জানান, কায়দাটি শুধু মসজিদেই নয় বরং বার্সেলোনার বেশ কয়েকটি নির্ধারিত কেন্দ্রে রাখা হবে যাতে আগ্রহীরা সুবিধামতো বইটি সংগ্রহ করতে পারেন।






