কাতালোনিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ৩:৫৩:১৫,অপরাহ্ন ২৭ ডিসেম্বর ২০২৫মহান বিজয় দিবস উপলক্ষে স্পেনের কাতালোনিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কাতালোনিয়া বিএনপি ও বার্সেলোনা মহানগর বিএনপি। সম্প্রতি বার্সেলোনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রবাসী বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা হামিদ রুহেল ও আবু তুহিন।
আলোচনা সভায় বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাশা, কাতালোনিয়া বিএনপি নেতা খালেদ চৌধুরী, বার্সেলোনা মহানগর বিএনপির সভাপতি এইচ এম রায়হান এবং সহ-সাংগঠনিক সম্পাদক আলী আসকর।
এ ছাড়া যুবদল নেতা সুমন পায়েল, তারেক রহমান, সুমন মিয়া, লুৎফুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।






