কাতালোনিয়ায় খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ১০:০৮:৩৩,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০২৬বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী দল কাতালোনিয়া শাখার উদ্যোগে ৩০ ডিসেম্বর, মঙ্গলবার এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বার্সেলোনার শাহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত এ আয়োজনে কাতালোনিয়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক লিটন, সদস্য সচিব আজমান আলী, যুগ্ম সদস্য সচিব তুতিউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন আবু শাহেন তালুকদার, ফরহাদ মীর রাজন, টুনু মিয়া, ফয়ছল আহমেদ, রেদোয়ান আহমেদ, সাজ্জাদ সালু, আব্দুল বাছিত, তুষার আহমদসহ দলের সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক আপসহীন নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা, জাতীয়তাবাদী আদর্শে তার দৃঢ় অবস্থান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। রাজনৈতিক জীবনে বহু ত্যাগ ও নির্যাতনের মধ্যেও তিনি আপসহীন নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শাহ জালাল জামে মসজিদের ইমাম ও খতিব ঈসমাইল হোসাইন।





