খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:১১:৩০,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০২৬বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণ, বার্সেলোনা মহানগর এবং শান্তাকলমা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬) বার্সেলোনার শাহজালাল জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহ্বায়ক আক্কাস মিয়া, সদস্য সচিব আতিকুর রহমান (লিটু), যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালুনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফখরুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব তুতিউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুষার আহমেদ, স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের সদস্য মোহাম্মদ আল আমিন, ইমরান আহমেদ, মাসুম আহমেদ, কাতালুনিয়া যুবদল নেতা মুক্তার হোসেনসহ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন শাহজালাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হোসেন।






