যুবলীগসহ আ. লীগের চার সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণা
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৩৯:৫৮,অপরাহ্ন ০৯ অক্টোবর ২০১৯যুবলীগসহ আওয়ামী লীগের চার সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। চারটি সংগঠনের মধ্যে রয়েছে তিনটি সহযোগী সংগঠন ও একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন। বুধবার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, আগামী ২ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর শ্রমিক লীগ, ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ও ২৩ নভেম্বর যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন হলো যুবলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগ। দীর্ঘ সাত বছর পর এসব সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।