স্পেনের করোনা পরিস্হিতি-১৬ এপ্রিল
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫৬:৩৪,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০২০আজকের কাতালোনিয়া:
• গত ৪৮ ঘন্টায় (২ দিনে) কাতালোনিয়ায় করোনা মহামারিতে মৃতের সংখ্যা নতুন গণনায় দ্বিগুণ হয়েছে । বর্তমান পরিসংখ্যানে কাতালোনিয়ায় মৃতের সংখ্যা এখন ৭০৯৭জন। মঙ্গলবার রাত পর্যন্ত শুধু হাসপাতালে মৃতের সংখ্যা ৩,৮৫৫জন হিসেব করা হয়েছে কাতালোনিয়ায়।
এখন এই মৃতের সাথে যোগ করা হচ্ছে বৃদ্ধাশ্রম, বাসায়, স্বাস্থ্যকেন্দ্রের মৃতের সংখ্যা।
উল্লেখ্য, কাতালোনিয়ায় মহামারিতে মৃত্যুবরণ শুরু হওয়ার পর থেকে শুধু হাসপাতালে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সংখ্যাই গণনা করে আসছে এবং সেই সংখ্যা মঙ্গলবার পর্যন্ত ছিলো ৩,৮৫৫ জন।
কিন্তু কাতালোনিয়ার মর্গ এবং মরদেহ সৎকারে দায়িত্বে থাকা অফিস এমন অনেক লাশ গ্রহণ করেছে যারা মৃত্যুবরণ করার আগে হাসপাতালে যাবার সুযোগ পায়নি। তাই এখন মোট লাশের হিসেবে কাতালোনিয়ায় মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭০৯৭জনে। এদের মধ্যে হাসপাতালে মারা গেছে ৩,৮৫৫জন, বৃদ্ধাশ্রমে মারা গেছে ১,৮১০জন, বাসায় মৃত্যুবরণ করেছে ৪৫৬জন, স্বাস্থ্যকেন্দ্রে মারা গেছে ৬২জন এবং স্থান উল্লেখ করা হয়নি এমন লাশ পাওয়া গেছে ৯১৪জনের।
• এর সাথে নতুন হিসেবে আক্রান্তের সংখ্যাও বেড়েছে কাতালোনিয়ায়। বর্তমান সংশোধিত হিসেবে কাতালোনিয়ায় বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৮৩২জন। আগের হিসেবে সংখ্যা ছিলো ৩৯ হাজার ৩৭৫জন।
বর্তমানে এই সংখ্যার সাথে সম্ভাব্য আরো আক্রান্তের সংখ্যা ৫৫,৪৫৭জন যোগ করা হয়েছে। এই সম্ভাব্য সংখ্যার করোনা সংক্রমনের লক্ষণ ছিলো কিন্তু পরিস্থিতির কারণে তাদের পরীক্ষা করার সুযোগ হয়নি। তাই এদেরও যোগ করা হয়েছে আক্রান্তের সংশোধিত সংখ্যার সাথে।
আজকের স্পেন:
• স্পেনে করোনা মহামরিতে সবচে বেশি মৃত্যুবরণ করেছিলো ২ এপ্রিল। মৃতের সংখ্যা ছিলো ৯৫০ জন। এই সংখ্যাকে মহামারীতে মৃতের শীর্ষ সংখ্যা ধরে হিসেব করলে গত দুই সপ্তাহে (গত ১৪ দিনে) স্পেনে মৃতের সংখ্যা ক্রমান্বয়ে কমছে। তবে ২ এপ্রিলের সর্বোচ্চ মৃতের সংখ্যার পরে এই ১৪ দিনে মৃতের সংখ্যা ৫০০ এর নীচে নামেনি এখনো। ১১ এপ্রিলে সর্বনিম্ন ছিলো ৫১০ জন। পরের দিন ১২ এপ্রিল আবার মৃতের সংখ্যা বেড়ে ৬১৯জন হয়েছিলো তার পর থেকে এখন পর্যন্ত মৃতের সুচক ৫০০ থেকে ৫৫০এর মধ্যে উঠানামা করছে।
আজ স্পেনে মৃতের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে ৫৫১জন। গতকাল মৃতের সংখ্যা ছিলো ৫২৩ জন। গতপরশু ছিলো ৫৬৭জন। স্পেনে নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে গত দুই দিনে।
এই মাসের ৮ তারিখের পর থেকে ধারাবাহিক ভাবে আক্রান্তের সংখ্যা কমেছিলো ১৪ তারিখ পর্যন্ত। ১৪ তারিখে আক্রান্তের সংখ্যা ছিলো ৩০৪৫ জন। কিন্তু গতকাল (১৫ তারিখ) আক্রান্তের সংখ্যা আরো ২ হাজার বেড়ে হয়েছিলো ৫,০৯২জন।
আজ নতুন আক্রান্তের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে গতকালের থেকেও বেশি। আজ নতুন আক্রান্ত ৫১৪৩ জন।
উল্লেখ্য, গত পরশু (১৩ এপ্রিল) থেকে স্পেনে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে লক্ষ লক্ষ শ্রমিককে কাজে যাবার অনুমোদন দেয়া হয় এবং ঐ দিনের পর থেকে নতুন আক্রান্তের সূচক ৩ হাজার থেকে বেড়ে ৫ হাজারে ওঠে গেছে।
এখন পর্যন্ত করোনা মহামারিতে মোট মৃত্যুবরণ করেছে ১৯ হাজার ১৩০জন, মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮২হাজার ৮১৬জন। সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৭৯৭জন।
• রাষ্ট্রীয় সতর্কতা জারি আর এক সপ্তাহ আগে করলে স্পেনে করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা শতকরা ৬০ শতাংশ কম হতো। ফাউন্ডেশন ফর অ্যাপ্লাইড ইমোনমি স্ট্যাডিস (FEDEA)-এর করা এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, ১৫ মার্চ পরিবর্তে যদি এক সপ্তাহ আগে ৭ মার্চ স্পেনকে লক ডাউন করা হতো তাহলে স্পেনে আক্রান্তের সংখ্যা বর্তমান সংখ্যা থেকে ১ লক্ষ কম হতো।
মিরন নাজমুল, স্পেন।