সিলেটে অ্যাওয়ার্ড প্রদান করতে যাচ্ছে অন টাইম বিডি ডেলিভারি সার্ভিস
সিলেট প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:০৩:১১,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০২০´অন টাইম বিডি´ সিলেট শহরে ডেলিভারি সার্ভিসে অন্যতম প্রতিষ্ঠান। প্রথম বছরেই গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করে হয়েছে বেশ প্রশংসিত।
বেকারত্ব দূর করি, উজ্জল ভবিষ্যত গড়ি- সুন্দর এই স্লোগান সামনে রেখে স্বপ্নবাজ দুই প্রবাসী তরুনের উদ্যোগে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। অফিস, ডেলিভারি সহ বিভিন্ন মানবিক কাজে বর্তমানে প্রতিষ্ঠানে কর্মরত আছেন প্রায় অর্ধশতাধিক তরুন।
২১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি দু’বছরে পদার্পন করায় এক অনাম্বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে ´অন টাইম বিডি´। গ্রহকদের সম্মানার্থে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান জানান প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর।
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিফোনের মাধ্যমে অর্ডার সংগ্রহ করে সিলেটের আম্বরখানার ইলেকট্রিক সাপ্লাই রোডের মাফিজ কমপ্লেক্সে তাদের অফিস থেকে সরাসরি খাদ্য এবং প্রয়োজনীয় মালামাল সরবরাহ করেন বলে জানান দুই উদ্যোগতা তাওসিফ আহমেদ চৌধুরী এবং এম লায়েবুর রহমান। তারা গ্রাহকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি অতিতের ন্যায় সহযোগীতাও কামনা করেন।