রাজধানীতে ছিন্নমূল মানুষের মাঝে বিডি সমাচার ফাউন্ডেশনের উদ্যোগে সেহেরি বিতরণ
বিশ্ব বাংলা প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ৯:১৭:৩৪,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০২১কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে লকডাউন দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার। আর লকডাউনের কারণে পবিত্র রমজানের মধ্যেই বন্ধ হয়ে গেছে অনেক খেটে খাওয়া দিন মজুরদের উপার্জনের চাকা।
অন্যদিকে করোনা পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনায় ঢাকা শহরের সব হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। অনেক ছিন্নমূল মানুষ না খেয়েই রোজা রাখতে বাধ্য হচ্ছে।
ঠিক এমন পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়েছে বিডি সমাচার ফাউন্ডেশন। গত সোমবার ২৬ এপ্রিল (১৩ রমজান) বিডি সমাচার ফাউন্ডেশনের উদ্যোগে গভীর রাতে ছিন্নমূল ও পথচারীদের মাঝে সেহেরি বিতরণ করা হয়।
রাজধানীর ঢাকা শহরের মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল, কমলাপুর ও শাহাজানপুরে দুস্থদের মাঝে এই সেহেরি বিতরণ করা হয়। সেহেরি বিতরণের কাজ পরিচালনায় উপস্থিত ছিলেন, বিডি সমাচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বিডি সমাচার ২৪ ডটকম-এর সম্পাদক মোঃ মহসিন হোসেন, ফাউন্ডেশনের সদস্য, বিডি সমাচার এর স্টাফ রিপোর্টার মিঠু চন্দ্র শীল, ফাউন্ডেশনের সদস্য হাবিবুর রহমান, কাজী আব্দুল খালেক, মো: আনিসুল ইসলাম, রাজীব খান প্রমুখ।
বিডি সমাচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বিডি সমাচার ২৪ ডটকম-এর সম্পাদক মোঃ মহসিন হোসেন বলেন, গভীর রাতে রাজধানীর বিভিন্ন বস্তি, কলোনী, রেলওয়ে স্টেশনে না গেলে বুঝাই সম্ভব না যে ছিন্নমূল মানুষেরা কতো অসহায়ভাবে জীবনযাপন করছে। খোলা আকাশের নিচে কতোটা মানবেতর জীবন যাপন করে এই সব দিনমজুর মানুষরা। তিনি সমাজের বিত্তশালীদের আহবান জানান এ সব মানুষের পাশে এসে দাঁড়াতে।.
উল্লেখ্য, ২০২০ সালের প্রথম দিকে দেশে করোনা শনাক্তের পরে বাংলাদেশ সরকার যখন প্রথম লকডাউন ঘোষণা করে, তখন থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা থেকেই বিডি সমাচার ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।