পর্তুগালে স্পেনের সাথে সীমান্ত খুলে দেওয়া সহ শিথিল হচ্ছে লকডাউন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৩২:৪৬,অপরাহ্ন ৩০ এপ্রিল ২০২১পর্তুগালে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে পূর্বপরিকল্পনা অনুযায়ী পহেলা মে থেকে লকডাউন শিথিল করা হচ্ছে একই সাথে জরুরি অবস্থা ও রহিত হচ্ছে। গতকাল ২৯শে এপ্রিল মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী অন্তনিও কস্তা সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন।
তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকা স্পেনের সাথে বন্ধ থাকা বর্ডার খুলে দেওয়া হচ্ছে, রেস্টুরেন্ট, ক্যাফে, বেকারি ইত্যাদি প্রতিষ্ঠান গ্রাহকসহ রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকবে তবে বিধি নিষেধ বজায় রেখে ( অভ্যন্তরে একই টেবিলে ছয়জন বাইরে সর্বোচ্চ ১০ জন ) , শপিংমল অন্য সাধারণ দিনে রাত ৯ টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে সন্ধ্যা ৭ ট পর্যন্ত খোলা থাকবে, অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান সাধারণ দিনগুলোতে রাত ৯ টা পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে। সুপার মার্কেট গুলো বর্তমানে রাত ৯টা পর্যন্ত অ্যালকোহল জাতীয় পানীয় বিক্রয় করতে পারবে যা ইতিপূর্বে ছিল সন্ধ্যা ৮টা।
ব্যায়ামাগার স্বাভাবিক কর্মকান্ড পরিচালনা করতে পারবে অর্থাৎ দূরত্ব বজায় রেখে গ্রুপ ক্লাস সহ অন্যান্য সকল কার্যক্রম, বাহিরে খোলা আকাশের নিচে সকল ধরনের খেলাধুলা করা যাবে, ৫০ শতাংশ ধারণ ক্ষমতা ব্যবহার করে বিয়ে বা যে কোন অনুষ্ঠান পালন করা যাবে। যে সকল প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব সে সকল এ বছরের শেষ নাগাদ টেলি ওয়ার্ক বাধ্যতামূলক করা হয়েছে।
রাত নয়টার পর অ্যালকোহল জাতীয় পানীয় বিক্রয় নিষিদ্ধ তাছাড়া রাস্তায় অ্যালকোহল জাতীয় পানীয় গ্রহণ নিষিদ্ধ। প্রতি ১৫ দিন পরপর করণা সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং বর্তমান অবস্থা অনুযায়ী থাকলে তার স্বাভাবিক থাকবে অন্যথায় পূর্বের অবস্থায় ফিরে যাবে।
এখন বিশ্বের করোনা কম সংক্রমণ প্রবণ দেশগুলোর মধ্যে পর্তুগাল অন্যতম । গতকাল বৃহস্পতিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৭০ জন নতুন সংক্রমণ সহ সর্বমোট ৮ লক্ষ ৩৬ হাজার ৩৩ জন আক্রান্ত হয়েছেন এবং নতুন একজনের মৃত্যুসহ সর্বমোট ১৬ হাজার ৯৭৪জন মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।