দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় দেশত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১:৪৫:২৩,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২২রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে দুই মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করেছে। পোল্যান্ডের সাথে সাতটি স্থল সীমান্তের একটি শেহিনিতে গাড়ি, ভ্যান এবং বাসের লাইন ২৬ কিলোমিটারে পৌঁছেছে। গড়ে, প্রতিটি গাড়ি সীমান্তে পৌঁছতে এক সপ্তাহের বেশি সময় নেয়। রুটের শেষ দিনে দুই কিলোমিটার পুরো দিন লেগে যেতে পারে।
সামরিক শাসন জারি হলে শুধুমাত্র নারী ও শিশুরা দেশ ত্যাগ করতে পারবে। পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া এবং মলদোভার সাথে ইউক্রেনের এগারোটি স্থল সীমান্তে সারি পুনরাবৃত্তি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় নির্বাসন বলে অনুমান করা হয়েছে।
যাদের গাড়ি নেই বা কোন যানবাহনের ব্যবস্থা করতে পারেনি, তারা শেষ পর্যন্ত হেঁটে যাচ্ছেন।