বার্সেলোনায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫

আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৩:১০:২০,অপরাহ্ন ২৮ মে ২০২৫বৃহত্তর সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐক্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ২০২৫ সালে বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “আন্তর্জাতিক জালালাবাদ উৎসব”। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন, স্পেন শাখার আয়োজনে সম্প্রতি এক আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
বার্সেলোনার একটি স্থানীয় রেস্তোরাঁয় ২৭শে মে ‘২৫ইং অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের স্পেন শাখার সভাপতি আমিন আলী রফিক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাব্বির।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ট্রেজারার রফিকুল হায়দার এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দিপক।
এছাড়াও উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজী এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নজরুল ইসলাম, সাহিদ মিয়া, আব্দুল কাদির, সেলিম আহমদ লালন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, এবং বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুল আলিমসহ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫ হবে সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্য, সম্প্রীতি ও প্রবাসী সংহতির এক অনন্য উদাহরণ। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের শাখা কমিটির অংশগ্রহণে এই উৎসব হবে এক বিশাল আয়োজন। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে উৎসবটি আয়োজন করার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ১৬টি দেশে সক্রিয় শাখা রয়েছে এবং খুব শিগগিরই অন্যান্য দেশগুলোতেও কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে বলে সভায় জানানো হয়।
