স্পেনে কানাইঘাট এসোসিয়েশন বার্সেলোনার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:২৬:৩৫,অপরাহ্ন ১৩ আগস্ট ২০২৫স্পেনের বার্সেলোনায় উৎসবমুখর পরিবেশে কানাইঘাট এসোসিয়েশন বার্সেলোনার নবগঠিত কমিটির পরিচিতি সভা সোমবার (১২ আগস্ট ২০২৫) স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের মিলনমেলায় পরিণত হওয়া এ অনুষ্ঠানে বক্তারা নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুসফিকুর রহমান ফারুকী এবং অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামীমুল হক ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবলু। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফয়জুল ইসলাম মাসুক, শিপলু আহমেদ নিয়াজী, মনোয়ার পাশা, হারুন রশীদ, সাব্বির আহমেদ দুলাল, মাওলানা আজিমুল ইসলাম সেলিম, খোকন উদ্দিন, এইচ এম রায়হান আহমেদ, আইনুল হক, আলীম উদ্দিন প্রমুখ।
ঘোষিত নবগঠিত কমিটিতে রয়েছেন উপদেষ্টা মুশফিকুর রহমান ফারুকি, মাসুক আহমেদ, জিয়াউর রহমান, সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সভাপতি আলীম উদ্দিন, আক্তার উজ্জামান, সাধারণ সম্পাদক শামীমুল হক, সহ-সাধারণ সম্পাদক আবদুল মতিন, মো শামসুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক আকতার আহমেদ, রিয়াজ উদ্দিন, ট্রেজারার জাহাঙ্গীর রহমান, সহ-ট্রেজারার হাফিজ কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন রশীদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহরীয়ার ফারুকী, সংস্কৃতি সম্পাদক মামুন রশীদ, দপ্তর সম্পাদক নোমান সিদ্দিকী, শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক সারওয়ার আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ওয়াহিদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোকতার আলী এবং কার্যকরী কমিটির সদস্য কাওসার আহমেদ, মো আশিক, আব্বাস আহমেদ, আসাদ, শাহেদ আহমেদ, মো রোমান।
বক্তারা নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে এবং সামাজিক কর্মকাণ্ডে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
