বার্সেলোনায় ইউরো বাংলা ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর নভেম্বরে

আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ১২:৪২:২৮,অপরাহ্ন ০৯ অক্টোবর ২০২৫বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব আয়োজন করতে যাচ্ছে ইউরো বাংলা ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর। আগামী ২৮, ২৯ ও ৩০ নভেম্বর বার্সেলোনার অলিম্পিক মঞ্জুইক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্ট।
আয়োজকরা জানান, ২০২৪ সালে প্রথম আসরের সফল আয়োজনের পর দ্বিতীয়বারের মতো ইউরোপজুড়ে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
টুর্নামেন্টকে সামনে রেখে ৭ অক্টোবর বার্সেলোনার একটি স্থানীয় রেস্টুরেন্টে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজক কমিটি টুর্নামেন্ট পরিচালনা, দলবিন্যাস, সম্ভাব্য বাজেট ও আয়োজন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করে।
এবারের আসরে লন্ডন, পর্তুগাল, প্যারিস, তুলুস, ভেনিস ও বার্সেলোনা ছাড়াও আয়ারল্যান্ডের একটি দল অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ময়েজ উদ্দিন, মশিউর রহমান মোহন, অমর আলী, সাব্বির রহমান, আফাজ জনি, ফয়সল আহমেদ মোল্লা, রেদোওয়ান হোসেন, শুপ্ত, মঈন উদ্দিন, জসিম উদ্দিন, তারেক আহমেদ, জাহেদ আহমেদ, জয়দীপ রায়, মনসুর, শাকীল, সাকীব, তারেক এবং ফয়সল আহমেদ। আয়োজকরা জানান, টুর্নামেন্টের মাধ্যমে ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বন্ধুত্ব, ঐক্য ও খেলাধুলার চেতনাকে আরও শক্তিশালী করতে চান তারা।
