বার্সেলোনায় ফুটবল টুর্নামেন্ট সিজন ত্রি সম্পন্ন, চ্যাম্পিয়ন ছাতক সুনামগঞ্জ বিসিএন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০১:৪০,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০২৫স্পেনের ফুটবল নগরী বার্সেলোনায় ভয়েজ অব বার্সেলোনা ও শান্তাকলমার যৌথ আয়োজনে ফুটবল টুর্নামেন্ট সিজন–০৩ সফলভাবে সম্পন্ন হয়েছে। শহরের সাতালিয়া সকার মাঠে মোট ১৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ছাতক সুনামগঞ্জ বিসিএন ও ভাই ব্রাদার্স এফসি। রোমাঞ্চকর ম্যাচে ছাতক সুনামগঞ্জ বিসিএন বিজয়ী হয়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে আয়োজক সংগঠন। মঙ্গলবার (১১ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়সল আহমদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ আর লিটু।
অনুষ্ঠানে কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের মুরাদুল ইসলাম, মশিউর রহমান, ময়েজ উদ্দিন, সাইদুর রহমান কামালসহ উভয় ক্লাবের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা স্কুলের সভাপতি নজরুল ইসলাম, ভয়েস অব বার্সেলোনার উপদেষ্টা আজমান আলী, কমিউনিটি ব্যক্তিত্ব তুতিউর রহমান, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন শান্তাকলমার সভাপতি জাহিদুল ইসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ সালু প্রমুখ।
চ্যাম্পিয়ন দল ছাতক সুনামগঞ্জ বিসিএন-এর কর্ণধার আব্দুল বাসিত মিলন সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রানার্সআপ দলের প্রতিও শুভকামনা জানান।






