যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:২৩:৫৭,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০১৯স্পোর্টস ডেস্ক:
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনাল। রিজার্ভ-ডে না থাকায় শিরোপা ভাগাভাগি করতে হল সাকিব আল হাসান ও রশিদ খানের দলকে।
মঙ্গলবার সন্ধ্যায় টসের কিছুক্ষণ আগে শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। তা অবিরাম চলতে থাকায় রাত ৯টা দুই মিনিটে শিরোপার লড়াই পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। দুই দলের খেলোয়াড়দের করমর্দনের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিকতা।
লিগপর্বে চার ম্যাচের তিনটিতে জয় পায় বাংলাদেশ। আফগানিস্তান জেতে দুটি। আসরের অপর দল জিম্বাবুয়ে একটি ম্যাচে আফগানদের হারিয়ে বিদায় নেয়।