বালাগঞ্জে পাওয়া ছেলের পরিচয় মিলেছে
বালাগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:১৩,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৯বালাগঞ্জে পাওয়া বাক প্রতিবন্ধী ছেলের পরিচয় পাওয়া গেছে। তার নাম আরমান মিয়া (৮), সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। আজ (বৃহস্পতিবার) বেলা ৩ টায় আরমান নিয়াকে তার মা মধুমালার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এস আই অপু দাসগুপ্ত জানান।
সুরমা নিউজ টুয়েন্টিফোর ডটনেটে তার ছবি দেখে বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমানের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়ে বালাগঞ্জে আসেন মধুবালা। বুধবার সন্ধ্যায় বালাগঞ্জ বাজার এলাকায় ওই ছেলেটিকে পাওয়া গেলে তাকে থানা পুলিশের কাছে সমঝে দেয় স্থানীয় জনতা।