বার্সেলোনা আওয়ামীলীগের আয়োজনে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল
লোকমান হোসেন
প্রকাশিত হয়েছে : ৬:২০:৩৯,অপরাহ্ন ২৩ আগস্ট ২০২০বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে স্পেনের বার্সেলোনা আওয়ামিলীগ।
শনিবার, ২২ আগস্ট বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে আওয়ামীলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং মোঃ বিলাল উদ্দিনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির তার বক্তব্য বলেন, জনগণের প্রতি জাতির পিতার যে ভালাবাসা, সম্মানবোধ ও মমত্ববোধ ছিল তা সকলের জন্য অনুকরণীয়। বঙ্গবন্ধুর চেতনা, আদর্শ ও দেশপ্রেম হৃদয়ে ধারণ করে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে এবং আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিল সার্থক হবে।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আলাউদ্দিন হক নেছা, আনোয়ার হোসেন চৌধুরী, খোরশেদ আলম বাদল, শাহ আলম স্বাধীন আজিজুর রহমান, তৌফিকুজ্জামান সহজ, এনাম মিয়া, মনিরুজ্জামান সুহেল, ফাকু মিয়া, গিয়াস উদ্দিন, বাবলু, সামসুদ্দিন, ফিরুজ আলম আকাশ প্রমূখ।
বঙ্গবন্ধুকে শুধু জাতীয় শোক দিবসের আলোচনায় সীমাবদ্ধ না রেখে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলোকে বাস্তবায়নে বর্তমান জননেত্রী শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতায় করাই প্রকৃত বঙ্গবন্ধুকে ভালোবাসার অংশ বলেও বক্তারা মত প্রকাশ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে শাহাদাতবরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা আলিম উদ্দিন।