কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ পর্তুগাল এর কমিটি ঘোষনা
সৈয়দ তানভীর মোজাম্মেল শোভন
প্রকাশিত হয়েছে : ৯:০০:৫৩,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০২০পর্তুগালে কমিটি গঠন উপলক্ষে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ সেপ্টেম্বর, রবিবার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক শফিকুজ্জামান চৌধুরী রিপন এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব কাহের উদ্দিন আহমদ।
উপস্থিত সকলের সম্মতিতে ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন আহবায়ক।
এক বছর মেয়াদী কার্যকরি কমিটিতে সভাপতি আরশাদ সুমন, সিনিয়র সহ সভাপতি মাছুম আলম সুমন, সহ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারন সম্পাদক হোসেইন আহমেদ তপু, যুগ্ম সাধারন সাম্পাদক বদরুল হোসেন রতন, সহ সাধারন সম্পাদক সৈয়দ তানভীর মোজাম্মেল শোভন, সাংগঠনিক সম্পাদক মো. জইন উদ্দিন এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নোমান হোসেইনের নাম ঘোষনা করা হয়।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নিজেদের মধ্যে ঐক্য এবং প্রবাসে কুলাউড়ার সম্মান অক্ষুন্ন রাখার পাশাপাশি দেশীয় উন্নয়নে ভুমিকা রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ সদ্য প্রয়াত আলহাজ্ব আব্দুল আহবাব চৌধুরী শাহাজানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং আত্মার মাগফেরাত কমনায় দোয়া পরিচালনা করা হয়।
সভা শেষে নৈশভোজেরও আয়োজন করা হয়।