কাতালোনীয়া আওয়ামী লীগের কর্মীসভা সম্পন্ন
মো.ছালাহ উদ্দিন, বার্সেলোনা
প্রকাশিত হয়েছে : ১:৪০:৫১,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০২০স্পেনের কাতালোনীয়া আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী একটি কমিটি গঠনে আলোচনা ও কর্মীসভার আয়োজন করে কাতালোনিয়া আওয়ামীলীগ (বার্সেলোনা), স্পেন।
শনিবার (১২.০৯.২০২০) শান্তাকলমার একটি হলে এ সভায় কাতালোনিয়া আওয়ামীলীগ নেতৃবৃন্দ ছাড়াও অংশগ্রহণ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আওয়ামী নেতা আলা উদ্দিন হক নেসার সভাপতিত্বে ও কাতালোনিয়া যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমুর সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা ও কর্মী সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেত্রবৃন্দের মধ্যে মোনায়েম চৌধুরী বাবলা, শান্তাকলমা আওয়ামী লীগের সভাপতি নাজমুল আলম শফিক, শিমুল চৌধুরী, খুরশেদ আলম বাদল, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন, শান্তাকলমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান নাসিম, খালেদুর রহমান, নুরুল ইসলাম ভূইয়া, মুহিবুল হাসান খান কয়েস, লুৎফুর রহমান সুমন,বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুহেল, মোশাররফ বেপারী, তৌফিকুজ্জামান সহজ, মনির হোসেন, জাফার হোসেন, মো.নীরু, কাতালোনীয়া যুবলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয়, কাতালোনীয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.ছালাহ উদ্দিন, কামাল বেপারী, ফিরোজ আলম আকাশ, কাতালোনীয়া যুবলীগের সহ-সভাপতি বাবুল আহমদ, সহ-সভাপতি মহি উদ্দিন কিশোর, ইউথ বাংলা কালচারার ফোরাম স্পেন এর সদস্য মঞ্জুরুল হাসান শুভ, বার্সেলোনা ফ্রেন্ডস ইউনিয়নের সভাপতি মাকসুদুল হাসান রনি সহ শান্তা কলমা আওয়ামীলীগের মহিলা নেতৃবৃন্দ।
নেতাকর্মীদের আরোও উজ্জীবিত রাখতে ভিডিও কলে বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বুলু বজলুর রসিদ, ফিনলেন্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কাল, নরওয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কাল।
সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে ইউরোপিয়ান আওয়ামী লীগ সহ স্পেন আওয়ামী লীগের সভাপতি- সম্পাদকের নির্দেশনায় নতুন পুরাতনের সমন্বয়ে ঐক্যবদ্ধ একটি কমিটি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন। পাশাপাশি নিজেদের মধ্যে আরও সমন্বয় বাড়াতে ধারাবাহিক কর্মিসভা করে যাবেন বলেও উল্লেখ করেন।