ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় বার্সেলোনায় মিলাদ ও দোয়া মাহফিল

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:২৭:০৯,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২১ভাষা শহীদদের রুহের মাগফিরত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বার্সেলোনা জাতীয়তাবাদী দল। বার্সেলোনার শাহ জালাল জামে মসজিদে ২১শে ফেব্রুয়ারী বাদ মাগরিব অনুষ্ঠিত হয় এ মাহফিল।
মাওলানা আবদাল হুসাইন ও হাফিজ মাওলানা ইসমাঈল হুসাইনের মিলাদ ও দোয়া পরিচালনায় অন্যান্য মুসল্লী ছাড়াও উপস্থিত ছিলেন বার্সেলোনা বিএনপি পরিবারের শাহ্ সালাহ উদ্দীন, শাহ্ আব্দুল কাদির, রায়হান আহমদ, তোফায়েল আহমদ, আলাউর রহমান, আবুল হুসেন, নূর আলম, আকিক আহমদ, মনোয়ার পাশা, দেলোয়ার হুসেন, ইমদাদুল হক রুকন, আমির হুসাইন শাহীন, ইয়াহইয়া খাঁন, রাজীব আহমদ, রাসেল আহমদ, শেরওয়ান মিয়া, মাসুক মিয়া, ইসলাম উদ্দীন, জিয়াউর রহমান, সাইফুল ইসলাম প্রমূখ।
এ সময় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতীর কল্যানে বিশেষ দোয়া করা হয়।
-সংবাদ বিজ্ঞপ্তি।
