প্রবাসীদের সম্মানে পর্তুগাল বাংলা প্রেসক্লবের ইফতার মাহফিল
পর্তুগাল সংবাদদাতা
প্রকাশিত হয়েছে : ৩:৫৮:৪৪,অপরাহ্ন ২৭ এপ্রিল ২০২২পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ কমিউনিটির সম্মানে পর্তুগাল বাংলা প্রেসক্লবের আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে ২৫ এপ্রিল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস লিসবন এর রাষ্ট্রদূত জনাব তারিক আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত জনাব তারিক আহসান – মাহে রমজানের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে বিদেশের মাটিতে দেশের সুনাম অক্ষুন্ন রাখা সহ স্থানীয় কমিউনিটির সাথে যুক্ত হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে সকলের প্রতি উদার্ত আহ্বান জানিয়েছেন।
উক্ত অনুষ্ঠানটি সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি এফ আই রনি ও সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদের সঞ্চালনায় পরিচালিত হয় । একই সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল রাজি ও আলমগীর হোসেন ও সহকারি কনসুলার কর্মকর্তা মোহাম্মদ নুরুদ্দিন সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহাজাহান এর পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি রনি মোহাম্মদ। মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা রাখেন বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব অধ্যাপক আবু সাইদ।
পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মধ্যে প্রবাসীদের মাঝে সুন্দর সম্পর্ক গড়ার ক্ষেত্রে প্রেসক্লাবের ভূমিকা বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক সেন্টারের সভাপতি রানা তাসলিম উদ্দিন, পর্তুগাল আওয়ামিলীগের সভাপতি জহিরুল আলম জসিম, মাতৃ মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসেন।
সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী সমাপনী বক্তব্যে পর্তুগালে অবস্থিত সকল প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন গঠনমূলক কাজে এগিয়ে এসে এখানে অবস্থানরত প্রবাসীদের সহায়তাসহ বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় অবদান রাখার আহ্বান জানান। একই সাথে কমিউনিটির শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গ কে একই ছাদের নিচে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যুক্ত হওয়ার জন্য সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরবর্তীতে মার্তিম মুনিজ জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করেন।
অনুষ্ঠানটিতে স্থানীয় পর্তুগিজ ব্যক্তিত্বদের গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে মধ্যে উপস্থিত ছিলেন লিসবনের স্থানীয় কাউন্সিল আরোইশ এর এক্সিকিউটিভ কমিটির মেম্বার লুইস ফ্রানসিসকো সজা ও কাউন্সিলের কর্মকর্তা মারিয়া, আই এস সি টি ই বিশ্বিবদ্যালয়ের পিএইচডি গবেষক সিসিলিয়া ও নরমেন্দো, স্থানীয় সংগঠন কুজিনা পপুলার এর প্রতিনিধি তেরেসা, গবেসক সুজানা এবং স্থানীয় লোকাল ডেভেলপমেন্ট সংস্থা বি টি ইউ আই এন এর প্রতিনিধি রুই। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিসবনের বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ