কুলাউড়া অ্যাসোসিয়েশনের বনভোজন সম্পন্ন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:২৬:০৬,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০২২বার্সেলোনায় কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়ার আয়োজনে ৩০ আগষ্ট ‘২২ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল কাদিরের তত্বাবধানে সংগঠনের অর্ধ-শতাধিক সদস্য নিয়ে ইজলা ফেন্টাসিয়া তে অনুষ্ঠিতহয় এ বনভোজন।
বনভোজনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিপলু নিয়াজী, মুক্তাদির রহমান মুক্তি, তুতিউর রহমান, আব্দুল আহাদ, আব্দুল মোমিন, আতাউররহমান, ইছাক আলী, চিনু মিয়া, মো. আবুল কালাম, মাসুদ নিয়াজী, মুজিবুল ইসলাম জুমন, আফাজ জনি সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
বার্সেলোনায় কুলাউড়িয়ানদের মধ্য ভ্রাতৃত্বের বন্ধনকে আরোও সুদৃঢ় করতে প্রতি বছর গ্রীষ্মকালীন এ বনভোজন আয়োজন করাহয় জানান অ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজী। তিনি বনভোজন শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।