স্পেনের কাতালোনিয়ায় আওয়ামীলীগের কমিটি ঘোষনা
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৪:২৮:৫৪,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০২২বার্সেলোনায় যৌথভাবে আওয়ামীলীগ কাতালোনিয়া, বার্সেলোনা, শান্তাকলমা এবং মহিলা আওয়ামীলীগের আয়োজনে আয়োজিত হয়েছে কর্মী সম্মেলন। ২৬শে অক্টোবর স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় পর্বে ৪টি শাখার আংশিক কমিটি ঘোষনা করা হয়। কাতালোনিয়া আওয়ামীলীগের সমন্বয় কমিটির প্রধান আলাউদ্দিন হক এ কমিটিগুলো ঘোষনা করেন।
কাতালোনিয়া- সভাপতি নাজমুল আলম শফি, সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম বাদল, সাধারণ সম্পাদক খালেদুর রহমান। প্রধান উপদেষ্ঠা আলাউদ্দিন হক নেছা, উপদেষ্ঠা মোনায়েম চৌধুরী বাবলা।
বার্সেলোনা- সভাপতি শাহ আলম স্বাধীন, সিনিয়র সহ সভাপতি হানিফ শরীফ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন।
শান্তাকলমা- সভাপতি মখলিছুর রহমান নাছিম, সিনিয়র সহ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মোস্তফা।
কাতালোনিয়া মহিলা আওয়ামীলীগ- সভাপতি জেবুন্নেছা জেবু, সিনিয়র সহ সভাপতি তাহমিনা আক্তার, সহ সভাপতি নাজমুন নাহার, সহ সভাপতি আয়েশা আলম, সাধারণ সম্পাদক সাবরিনা জাহান পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক রিতা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডালিয়া আক্তার, সহ সাধারণ সম্পাদক সালমা ইছহাক, সাংগঠনিক সম্পাদক ফাতেমা দিলরুবা স্বপ্না, সাংস্কৃতিক সম্পাদক আহনা দিবা, দপ্তর সম্পাদক বিলকিস জাহান, সদস্য মোছা. সালমা, সদস্য সুলতানা ফারহা, সদস্য মিতু আক্তার এবং প্রধান উপদেষ্টা মেহতা হক জানু।
অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাতালোনিয়া আওয়ামীলীগের সমন্বয় কমিটির প্রধান আলাউদ্দিন হক। সভা পরিচালনায় ছিলেন যৌথভাবে মহিউদ্দিন এবং খালেদুর রহমান। প্রধান অতিথি হিসেবে স্পেন আওয়ামীলীগের সভাপতি দুলাল সাফা, বিশেষ অতিথি স্পেন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, প্রধান বক্তা স্পেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার বক্তব্য প্রদান করেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বাসেত কয়সর, জাহাঙ্গীর আলম, মোনায়েম চৌধুরী বাবলা, লুৎফুর রহমান সুমন, কামরুল মোহামেদ, ফিরোজ আলম আকাশ, জাফার হোসাইন, সালেহ আহমদ সোহাগ, বাবুল আহমেদ, নিরু তালুকদার, আজাদুর রহমান সহ মহিলা নেতৃবৃন্দ।
এ সময় কমিটি ঘোষনাকে কেন্দ্র করে বিচ্ছিন্ন ঘঠনার সৃষ্টি হয়। বার্সেলোনা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিনের নাম ঘোষনা করার সাথে সাথে তিনি উপস্থিত নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের উদ্দেশ্য করে চিৎকার দিয়ে বলতে থাকেন, “আপনারা প্রচার করেন, আমি এ সিদ্ধান্ত মানি না, মানবো না, আমি কাতালোনিয়া শাখার সাধারণ সম্পাদক হতে চাই।”
এ ঘটনার পর পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠে, পরে উপস্থিত স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়।