শাহ জালাল জামে মসজিদের আরবি শিক্ষা কোর্সের পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৫৮:২৪,অপরাহ্ন ৩১ আগস্ট ২০২৩স্পেনের বার্সেলোনায় বাংলাদেশি দ্বারা পরিচালনাধীন প্রথম মসজিদ শাহজালাল জামে মসজিদে আরবি শিক্ষা কোর্স ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গ্রীষ্মকালীন ছুটিতে বার্সেলোনার বাংলাদেশী মুসলিম শিশু-কিশোরদের ইসলাম ধর্ম সম্পর্কে ধারণা ও ইসলামি শিক্ষা দানের জন্য শাহজালাল জামে মসজিদ কর্তৃপক্ষ শতাধিক শিক্ষার্থী নিয়ে এ শিক্ষা কোর্সের আয়োজন করে এবং সমাপনী এ অনুষ্ঠানে শিক্ষর্থীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী সনদ সহ পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (২৩শে আগষ্ট) শাহজালাল জামে মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল বাসিত কয়সরের সভাপতিত্বে এবং আফাজ জনি ও মসজিদের ইমাম ও খতিব হাফিজ ক্বারি মাওলানা মোঃ ইসমাঈল হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে এ সময় অন্যানের মধ্যে মসজিদ পরিচালনা কমিটির লুৎফুর রহমান সুমন, এলাইচ মিয়া, আব্দুল জাব্বার, ফয়সল আহমদ ছাড়াও অভিবাবকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও আব্দুল হেকিম, আব্দুল কাদির, জাহাঙ্গীর আলম, শাহ আলম স্বাধীন, আফতাব নজরুল ইসলাম, শিপলু আহমেদ নিয়াজী, জাফর হোসাইন, সালেহ আহমদ সোহাগ, উজ্জ্বল হাসান, শফিক খান, আনা মিয়া, আব্দুল আলীম, ফিরুজ আলম আকাশ, আব্দুল মুক্তাদির মুক্তি, শফিক স্বপন, নাসিম রহমান, এ কে আজাদ মোস্তফা, সাব্বির আহমেদ, জাহেদ উদ্দিন, স্পেন বাংলা প্রেসক্লবের সভাপতি সাহাদুল সুহেদ, প্রথম সদস্য মিরন নাজমুল, সদস্য ছালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মসজিদ পরিচালনা কমিটি এবং আবুল কাসেমের পক্ষ থেকে এ শিক্ষা কোর্সের শিক্ষক হাফিজ ক্বারী মাওলানা মোঃ ইসমাঈল হোসাইন, হাফিজ ক্বারী মোঃ আব্দাল হোসাইন, হাফিজ ক্বারী ফরহাদ আহমদ, ক্বারী আলিম উদ্দিনকে সনদসহ বিশেষ সম্মানে ভূষিত করা হয়।