মুন্সীগঞ্জ- বিক্রমপুর একতাবন্ধন, স্পেন’র আত্মপ্রকাশ
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৩:৫৫:১০,অপরাহ্ন ১১ অক্টোবর ২০২৩স্পেনের কাতালোনিয়ায় বসবাসরত মুন্সীগঞ্জ এবং বিক্রমপুরের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে যাত্রা শুরু করল মুন্সীগঞ্জ- বিক্রমপুর একতাবন্ধন, স্পেন নামে সামাজিক সংগঠন।
রবিবার (০৮ অক্টোবর ’২৩) শান্তাকলমার স্থানীয় একটি হলে অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব নবিনুল হক এবং পরিচালনা করেন মোঃ মামুনুর রহমান। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আওয়াল ইসলাম, সফিকুল ইসলাম স্বপন, মেহেতা হক, জাহান আরা, শাহ আলম, আলমাছ উদ্দিন শিকদার, মোঃ নাদিম, মোশাররফ হোসাইন, ফয়েজ আহাম্মেদ, মোহাম্মদ সেলিম, রেজাউল করিম রাজন, মোফাজ্জল হোসেন, রাহাতুল সুমন, পায়েল, আজিম মাহামুদ, সৌরভ, সাগর প্রমূখ।
আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে সফিকুল ইসলাম স্বপন কে সভাপতি, মোঃ মামুনুর রহমান কে সাধারণ সম্পাদক এবং সজীব আহাম্মেদ কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। এছাড়াও প্রধান উপদেষ্ঠা হিসেবে মোঃ আওয়াল ইসলামের নাম ঘোষনা করা হয়।
প্রবাসে এলাকা তথা দেশীয় ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা ও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নবপ্রজন্মের মাঝে দেশাত্মবোধ ও মানবিকতার বিকাশ সাধন ও জেলার প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।