ভয়েস অব বার্সেলোনার ৮ম বর্ষপূর্তি উদযাপন
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৩:২১:১৪,অপরাহ্ন ১৮ জুলাই ২০২৪স্পেনে ভয়েস অব বার্সেলোনার আয়োজনে আয়োজিত হয়েছে সংগঠনের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা।
বার্সেলোনার স্থানীয় একটি রেস্তুরায় ১৬ই জুলাই আয়োজিত সভায় সংগঠনের শতাধিক সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতৃবৃন্দ।
ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়সল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ আর লিটুর পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা আব্দুল বাসেত কয়সর, আফাজ জনি, রফিক উদ্দিন, আমিন আলী রফিক, হারুন রশীদ, শিপলু আহমেদ নিয়াজী, খালেদ রহমান, শফিক খান, আব্দুল আলীম, ফয়সল আহমেদ মোল্লা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মনোয়ার পাশা, সাব্বির আহমদ দুলাল, সাব্বির রহমান, কামরুল ইসলাম, ময়েজ উদ্দিন, মুরাদ আহমেদ মুন্না, এইচ এস মুকিত, মামুন উল্লাহ সাবেল, লিমন আহমেদ বিজয় সহ ব্রাদার্স গ্রুপের সদস্যবৃন্দ।
উপস্থিত বক্তারা এসময় ভয়েস অব বার্সেলোনার দীর্ঘ্য ৮ বছরের এ যাত্রার বিভিন্ন উল্লেখযোগ্য দিক উপস্থাপনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মকান্ডে সহযোগীতার হাত আরোও বেশী প্রসারিত করার আশ্বাস ব্যক্ত করেন।
সভাপতি এবং সাধারণ সম্পাদকের বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভাশেষে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।